পূর্ব নিরীক্ষা শাখার মাধ্যমে সকল স্থানীয় এবং বৈদেশিক ঠিকাদার/পরামর্শক/যোগানদারের বিল, চিকিৎসা ব্যয় প্রতিপূরণ বিল, ভ্রমণ ভাতা বিল, পরিচালনা কার্যক্রম চলমান রাখার জন্য নগদ ক্রয় সংক্রান্ত বিল সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার বিল পরিশোধ করা হয়।