বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য land development, feasibility study, power evacuation related grid stability study এবং ESIA study সম্পন্ন হয়েছে।
প্রকল্পের বৈদেশিক অংশীদারের সাথে স্বাক্ষরিত MoU এবং পরবর্তিতে স্বাক্ষরিত Joint Development Agreement (JDA)-এর মেয়াদ উত্তীর্ন হওয়ায় তা বাতিলপূর্বক প্রকল্পটি নওপাজেকো-এর নিজস্ব ব্যবস্থাপনায় বাস্তবায়নের বিষয়টি নওপাজেকো বোর্ড ও বিদ্যুৎ বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে।