Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০২৩

রূপসা ৮০০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প

 

প্রকল্পের সার্বিক অগ্রগতিঃ

 

  • প্রকল্পের প্রধান প্রধান ইক্যুপমেন্টগুলো ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে, যার মধ্যে গ্যাস টারবাইন জেনারেটিং সেট (২টি ইউনিট), স্টীম টারবাইন জেনারেটিং সেট (২টি ইউনিট), হিট রিকভারী স্টীম জেনারেটিং সেট (২টি ইউনিট), পাওয়ার ট্রান্সফরমার (৪টি), এয়ার কুলিং কনডেন্সার (ACC) (২টি ইউনিট) এবং Sub-Station  এর মালামাল উল্লেখযোগ্য।
  • প্রথম ইউনিট-এর গ্যাস টার্বাইন জেনারেটরের Rotor Installation, Stack-1 এবং Sub-Station -এর Erection কাজ শেষ হয়েছে।
  • HRSG-1&2, GTG-1, STG-1, Stack-2, ACC-1 এবং Water Treatment Plant-এর Erection কাজ চলমান রয়েছে।
  • বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৭৬টি টাওয়ারের মধ্যে ইতোমধ্যে ৬৯টি টাওয়ারের Erection এর কাজ শেষ হয়েছে। বর্তমানে River Crossing টাওয়ারের Foundation কাজ চলছে।
  • খুলনা South Sub-Station-এ Bay Extension-এর Foundation কাজ চলছে।

 

 

ভৌত অগ্রগতিঃ ৫৯.৬৭%

আর্থিক অগ্রগতিঃ ২৯.০৯%

 

উৎপাদন ক্ষমতা (মেঃওঃ): ৮৮০

বাণিজ্যিক উৎপাদনের তারিখ: ১ম ইউনিটঃ সেপ্টেম্বর ২০২৪; ২য় ইউনিটঃ মার্চ ২০২৫

জ্বালানী: প্রাকৃতিক গ্যাস/(এলএনজি)

 

প্রকল্পের সর্বশেষ হালনাগাদঃ ফেব্রুয়ারী, ২০২৩ পর্যন্ত।