উদ্ভাবনী আইডিয়া (২০২১-২২) |
ক্রমিক নং |
প্রস্তাবিত বিষয়সমূহ |
বাস্তবায়নকাল (শুরু ও সমাপ্তির তারিখ) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (যে কর্মকর্তার নেতৃত্বে সম্পাদিত হবে তাঁর নাম ও পদবী) |
প্রত্যাশিত ফলাফল (কাজটি সম্পন্ন হলে গুনগত বা পরিমানগত কি পরিবর্তন আসবে) |
পরিমাপ (প্রত্যাশিত ফলাফল তৈরী হয়েছে কিনা তা পরিমাপের মানদন্ড) |
অগ্রগতি |
১. |
ক্লাউড ভিত্তিক কেন্দ্রীয় সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ কার্যাবলী সম্পাদন এবং তথ্য ভাণ্ডার সমৃদ্ধিকরণ। |
অক্টোবর, ২০২১- ফেব্রুয়ারি, ২০২২ |
জনাব মোঃ ইতমাম লাবীব, উপ- বিভাগীয় প্রকৌশলী, পরিচালন বিভাগ, ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। |
- একটি কেন্দ্রীয় সফটওয়্যার থাকবে যেটার মাধ্যমে প্ল্যান্টের সংরক্ষণ কার্যাবলীর অফিসিয়াল কার্যক্রম সম্পাদিত হবে।
- একই ধরনের সমস্যা সমাধানের জন্য সময় এবং অর্থের প্রয়োজন হ্রাস।
- কোম্পানির বিভিন্ন Resourceful Personnel তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, কমন প্লাটফর্মের মাধ্যমে, সকলের নিকট বিতরণে ভূমিকা পালন করবেন (ভিডিও ধারণ/ লিপিবদ্ধ আকারে) এবং দক্ষ জনশক্তি গড়ে তুলবেন।
- সকল কর্মচারী সহজেই নিজ উদ্যোগে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে।
|
- প্ল্যান্টের সংরক্ষণ কার্যাবলীর অফিসিয়াল কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় সময়ের তুলনা।
- পূর্ববর্তী ও বর্তমান সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় সময় এবং অর্থের তুলনা।
- নিজ উদ্যোগে প্ল্যান্টের বিভিন্ন কারিগরি জ্ঞান অর্জনে সহজলোভ্যতা।
|
১০০% |
২. |
রিভার্স অসমোসিস প্ল্যান্টের লেভেল সেন্সর হতে Inlet Water Flow Automatic Control. |
জানুয়ারী, ২০২২ – ফেব্রুয়ারি, ২০২২ |
জনাব এম. সাব্বির হোসেন, উপ-ব্যবস্থাপক (কেমিক্যাল), খুলনা ২২৫ মেঃওঃ সিসিপিপি, খালিশপুর, খুলনা। |
নিয়োজিত জনবলের কর্মঘণ্টা হ্রাস, সম্পদের অপচয় রোধ ও সিস্টেমের নিরাপত্তা বৃদ্ধি। |
|
১০০% |
৩. |
Developing a trip SOV testing facility. |
নভেম্বর, ২০২১ - মার্চ, ২০২২ |
জনাব মোঃ হাসমত আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ), ভেড়ামারা ৪১০ মেঃ ওঃ সিসিপিপি, নওপাজেকো। |
- ৫টি SOV এর (যা পূর্বে ত্রুটিযুক্ত ছিল এবং সংরক্ষণ, টেস্টিং এর পর এই মুহুর্তে ব্যবহার অনুপোযোগী) পুনঃব্যবহার বিবেচনা করলে, মোট সাশ্রয় হয়েছে আনুমানিক 100,000 USD।
- SOV সমূহ নতুন ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ৬ মাস সময় লাগে। সিস্টেমে মোট ৬টি SOV রয়েছে। তন্মধ্যে ৪টি SOV বিশিষ্ট Block এর একসাথে ২টি অকার্যকর হলে (আপ-স্ট্রীম এবং ডাউনস্ট্রিম) প্ল্যান্ট পরিচালনা বন্ধ থাকবে।
- Trip SOV Testing Block ব্যবহার করে দ্রুত অকার্যকর SOV সমূহ ২-৩দিনের মধ্যে ব্যবহার উপযোগী করা যেতে পারে।
|
- আর্থিক সাশ্রয়
- বিদ্যুৎ কেন্দ্রের Outage সময় সাশ্রয়
- অভ্যন্তরীণ জনশক্তির সক্ষমতা বৃদ্ধি
|
১০০% |