Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২১

২০১৯-২০ অর্থ বছরের “এপিএ প্রণোদনা পুরস্কার” প্রদান


প্রকাশন তারিখ : 2021-06-30

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় কোম্পানির ২০১৯-২০ অর্থ বছরের এপিএ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ “এপিএ প্রণোদনা পুরস্কার” প্রদান করেন। ২০১৯-২০ অর্থ বছরের “এপিএ প্রণোদনা পুরস্কার” লাভ করেন- জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার), ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র; জনাব মুহাম্মদ সাইফুদ্দীন আহসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পিএন্ডডি), কর্পোরেট অফিস; জনাব শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (তড়িৎ সংরক্ষণ), খুলনা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র; জনাব মোঃ তারিকুর রহমান, সহকারী প্রকৌশলী, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (২য় ইউনিট); জনাব শিশির বর্ধন, সহকারী প্রকৌশলী, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (৩য় ইউনিট) এবং জনাব মোঃ ইব্রাহীম হোসেন, সহকারী প্রকৌশলী, মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। উল্লেখ্য, কোভিড মহামারির কারণে কর্পোরেট অফিসে কর্মরত জনাব মুহাম্মদ সাইফুদ্দীন আহসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পিএন্ডডি) ব্যতীত অন্যান্য পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দকে অনলাইনে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।Share with :

Facebook Facebook